নিজস্ব সংবাদদাতা: ডানকুনির চাকুন্দিতে হাওড়া ব্রিজে গাছ কাটতে গিয়ে 33 হাজার লাইনে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম দিলীপ সাহা, বালির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে , দুপুর ১টা নাগাদ দিলীপ বাবু মইয়ে চড়ে গাছ পরিষ্কার করছিলেন হঠাৎ সেই সময় তার হাতে থাকা গাছটি পাশে 33 হাজার ভোল্ট লাইনের ঠেকতেই বিদ্যুৎ পিষ্ট হয়ে মইয়ে আটকে যান ঐ ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়াস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাকুন্দিতে।
উদ্ধার কাজে হাত স্থানীয়দের।
❤️❤️❤️
উত্তরমুছুন