দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হুগলির একাংশ, জল জমেছে ডানকুনির বিস্তীর্ণ এলাকায়, জনজীবন বিপর্যস্ত


ডানকুনি স্টেশন চত্বরে জমেছে জল

নিজস্ব সংবাদদাতা: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গতকাল রাত থেকেই বৃষ্টি চলছে । লাগাতার এই বৃষ্টিতে জলমগ্ন হুগলি জেলার একাংশ। জল জমেছে ডানকুনির বিস্তীর্ণ এলাকায়। 

জলের মধ্যেই পোশাক তুলে যাতায়াত রেলযাত্রীদের

ডানকুনি পুরসভার ১নং ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, কুড়ি নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, এবং স্টেশন পালি, ডাননকুনি রেলওয়ে স্টেশন চত্বরেও জমেছে জল। জলের মধ্যে যাতায়াত করতে হচ্ছে রেলযাত্রীদের।
15 নম্বর ওয়ার্ডে জলের মধ্যে দিয়ে চলছে বাইক




একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন