ডানকুনি স্টেশন চত্বরে জমেছে জল
নিজস্ব সংবাদদাতা: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গতকাল রাত থেকেই বৃষ্টি চলছে । লাগাতার এই বৃষ্টিতে জলমগ্ন হুগলি জেলার একাংশ। জল জমেছে ডানকুনির বিস্তীর্ণ এলাকায়।
জলের মধ্যেই পোশাক তুলে যাতায়াত রেলযাত্রীদের
ডানকুনি পুরসভার ১নং ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, কুড়ি নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, এবং স্টেশন পালি, ডাননকুনি রেলওয়ে স্টেশন চত্বরেও জমেছে জল। জলের মধ্যে যাতায়াত করতে হচ্ছে রেলযাত্রীদের।
Tags
হুগলি