নিউজ ডেস্ক: আগামী ১-২ ঘণ্টার মধ্যে তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। বেলা পৌনে বারোটার বুলেটিনে জানাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস মেনে হুগলিতে শুরু বৃষ্টি। হাওড়া, মুর্শিদাবাদ, মালদায় সতর্কতা জারি করা হল।
আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলের জেলাগুলিতে। বুধবার অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান ও নদিয়ায়।
বৃহস্পতিবার থেকে হবে অতি ভারী বৃষ্টি। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সর্তকতা রয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।