নিজস্ব সংবাদদাতা: Tree Save World-র উদ্যোগে দুয়ারে গাছ কর্মসূচি ডানকুনির ২১ ওয়ার্ডে। এদিন ডানকুনির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গাছ বিতরণ করেন সবুজ সৈনিক সেখ মাবুদ আলি। তিনি জানান রাজ্য জুড়ে তাদের দুয়ারে গাছ কর্মসূচি চলছে আগামীতেও এই কর্মসূচি চলবে । Save Tree Save Worldর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনিক আধিকারিকরা|
Tags
Dankuni