রাজ্যে 15th Sept পর্যন্ত বাড়ল বিধিনিষেধ! লোকাল ট্রেন বন্ধই, কোচিং সেন্টারে ছাড়!

নিউ ডেস্ক: রাজ্যে কোভিড বিধি নিষেধ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো। এই পর্বেও লোকাল ট্রেনের চাকা গড়াবে না। রাত ১১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। এই সময়ে স্বাস্থ্যকর্মীরা ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়া কেউই বেরোতে পারবেন না।

ডানকুনি স্টেশনে দাড়িয়ে লোকাল ট্রেন 

নবান্ন সূত্রের খবর, ১৫  সেপ্টেম্বর পর্যন্ত মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সর্বত্র কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক। কাজের জায়গা খুলতে হবে কোভিড বিধি মেনেই। সমস্ত কর্মীদের টিকাকরণের পরই কাজের জায়গায় আনা যাবে। যদি সম্ভব হয় work-from-home চালিয়ে যেতে হবে কর্মক্ষেত্রে। নিয়ম না মানলে মহামারি আইনে শাস্তির মুখে পড়তে হবে।

ফুটবল কোচিং সেন্টারের উদ্বোধনে দিলীপ যাদব 
এই পর্বে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ সংযোজন, কোচিং সেন্টার চালু করা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন