নিজস্ব সংবাদদাতা: সকালের শুরুতেই দুর্ঘটনায় আহত 3। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে চাকুন্দি হাওড়া ব্রিজে Nizone টিউবের একজন শ্রমিক রাস্তা পারাপারের সময় হঠাৎ শ্রীরামপুরের দিক থেকে একটি বাইক দ্রুতগতিতে এসে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। আহত ব্যক্তির নাম শ্যাম শাউ ডানকুনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
![]() |
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শ্যাম শাউ |
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা শ্যাম সহ বাইক আরোহীদের উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ESI হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মানিকতলা ইএসআই স্থানান্তর করেন চিকিৎসকরা। স্থানীয়দের অভিযোগ দিল্লি রোড জুড়ে বেড়ে উঠেছে অবৈধ দোকান, ঠেলাগাড়ি এবং স্থানীয় কারখানা গুলির বড় বড় ট্রাক অবৈধ পার্কিং করে রাখে।
![]() |
এভাবেই দিল্লি রোড জুড়ে অবৈধ পার্কিং |
যার কারণে প্রায় প্রতিদিনই ঘটে চলেছে দুর্ঘটনা। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রাস্তার মাঝে স্পিড লিমিট মিটার লাগানো হলেও অত্যন্ত দ্রুতগতিতে চলছে যানবাহন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অনেক সময় এভাবেই ঘটে চলেছে দুর্ঘটনা। প্রাণ যাচ্ছে অনেকের। কবে দুর্ঘটনা কমবে ? কবে পুলিশ প্রশাসন এই সমস্ত অবৈধ পার্কিং এবং অবৈধ দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখন সেটাই দেখার।