আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে সঠিক নথি সহ জমা করুন।

 আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে সঠিক নথি সহ জমা করুন। 👇👇👇

১. ফর্ম -৩ : বাড়িতে কারো ডিজিটাল রেশন কার্ড না থাকলে নতুন রেশন কার্ডের আবেদন করতে।

প্রয়োজনীয় নথি:- সকল সদস্যদের আঁধার কার্ড এর জেরক্স।( ৫ বছরের নিচে বয়স হলে বার্থ সার্টিফিকেট)

ফর্ম ডাউনলোড করুন https://food.wb.gov.in/HomePage/Offlineforms.aspx

২. ফর্ম -৪ : ডিজিটাল রেশন ধারী পরিবারে নতুন সদস্যের রেশন কার্ডের আবেদন করতে https://food.wb.gov.in/HomePage/Offlineforms.aspx

নথি : বাড়ির প্রধানের রেশন কার্ড ও সকল সদস্যের আঁধার কার্ডের জেরক্স। 

৩. ফর্ম -৫: রেশন কার্ডের তথ্য সংশোধন ।https://food.wb.gov.in/HomePage/Offlineforms.aspx

নথি : আঁধার কার্ডের জেরক্স ও বাড়ির সকল সদস্যের আঁধার কার্ডের জেরক্স।

৪. ফর্ম -৬ : গোটা পরিবারের রেশন দোকান পরিবর্তন https://food.wb.gov.in/HomePage/Offlineforms.aspx

৫. ফর্ম -৭ : মৃত্যুর কারণে রেশন কার্ড সারেন্ডার।https://food.wb.gov.in/HomePage/Offlineforms.aspx

নথি : ডেথ সার্টিফিকেট এর জেরক্স ও রেশন কার্ডের জেরক্স।

৬. ফর্ম ৮: ক্যাটাগরি চেঞ্জ : RKSY-II থেকে Ihttps://food.wb.gov.in/HomePage/Offlineforms.aspx

৭. ফর্ম ৯: কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে।https://food.wb.gov.in/HomePage/Offlineforms.aspx

নথি : সকল সদস্যদের আঁধার কার্ডের জেরক্স ও GD কপি।

৮. ফর্ম ১১: মোবাইল ও আঁধার নম্বর সংযুক্তি করন।https://food.wb.gov.in/HomePage/Offlineforms.aspx

নথি : সকল সদস্যের আঁধার কার্ডের জেরক্স ও রেশন কার্ডের জেরক্স।

ফর্ম ১৪: বিবাহ সূত্রে নতুন পরিবারে নাম সংযুক্ত করতে। https://food.wb.gov.in/HomePage/Offlineforms.aspx

নথি : রেশন কার্ডের জেরক্স, যে পরিবারে যাবেন বাড়ির প্রধানের রেশন কার্ড ও আঁধার কার্ডের জেরক্স, বাড়ির সকল সদস্যদের আঁধার কার্ডের জেরক্স এবং ম্যারেজ সার্টিফিকেট বা আনুষঙ্গিক ডকুমেন্ট।



একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন