নিজস্ব সংবাদতাতা: বিদুৎ পিষ্ট হয়ে গুরুতর আহত হনুমানকে শুশ্রূধা করে প্রকৃতিতে ফিরিয়ে দিল এলাকাবাসী।
![]() |
জখম হনুমানকে উদ্ধার করল এলাকাবাসী |
শেওড়াফুলি এলাকায় গত তিন চারদিন ধরে খাবারের সন্ধানে ঘুরছিল হনুমানের একটি দল। সোমবার শেওড়াফুলি বিধান পল্লীতে লাফালাফি করার সময় বিদ্যুৎ তারে পরে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয় একটি হনুমান। প্রচন্ড শব্দে রাস্তায় ছিটকে পড়ে হনুমানটি। এলাকার বাসিন্দারা বেরিয়ে এসে দেখেন ছটফট করছে হনুমানটি। গরম দুধ, জল কলা খেতে দিয়ে সেবা শুশ্রধা করেন বাসিন্দারা। খবর পেয়ে বৈদ্যবাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষ হাজির হন। টোটো ডেকে বিধান পল্লীর বাসিন্দাদের বলেন পশু হাসপাতালে নিয়ে যেতে।
![]() |
ঘটনাস্থলে সুবীর ঘোষ |
শ্রীরামপুর মাহেশে পশু হাসপাতালে নিয়ে যায় বাসিন্দারা।সেখানে চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয় হনুমানটি।খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তর খাঁচা নিয়ে এসে হনুমানটিকে নিয়ে যায়।পুরো সুস্থ হয়ে গেলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দপ্তর।