সুরাপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই কমছে মদের দাম, নতুন দাম লাগু হতে পারে সেপ্টেম্বরেই

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে মদের দাম কমতে চলেছে। সেপ্টেম্বর মাস থেকে মদের দাম কমতে পারে রাজ্যে। জানা গেছে আবগারি করের নতুন কাঠামো প্রস্তুত করে অর্থদপ্তরে পাঠানো হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে বিলিতি মদের দাম কমতে পারে। পাশাপাশি জানা গেছে দেশি মদের দাম বাড়তে চলেছে।

গত বছরের এপ্রিল মাসে মদের ওপর চাপিয়েছিল ৩০% আবগারি কর‌। তারপর গত নভেম্বর মাসে লিটারপ্রতি কর কিছুটা বাড়ানো হয়। যার জেরে ক্রেতা অনেক কমে যায় বিক্রির পরিমাণও অনেক কমে যায়।

আবার অন্যদিকে অসম, সিকিম, অরুণাচল প্রদেশ থেকে অপেক্ষাকৃত কম দামের মদ চোরাপথে পশ্চিমবঙ্গে ঢুকছে। তার ফলে রাজ্যের রাজস্বে ক্ষতি হচ্ছে। তাই সবদিক বিবেচনা করেই নতুন কর পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। আফগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে বিলিতি মদের ক্ষেত্রে ৭৫০ মিলিলিটার বোতলের দাম ১০ থেকে ২৫ শতাংশ কমতে পারে।

পাশাপাশি দেশি মদের দাম বাড়তে পারে বলে জানা গেছে। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে মধ্যে নতুন দাম কার্যকর হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী মাস অর্থাত্‍ সেপ্টেম্বর থেকেই রাজ্যে মদের দাম কমে যাবে। পুজোর আগেই বর্ধিত শুল্ক কমতে চলেছে। সে ক্ষেত্রে পুজোর আগেই রাজ্যে কমতে পারে মদের দাম।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন