নিউজ ডেস্ক: চন্দননগরে বিধায়কের উদ্যোগে শুরু হল করোনার টিকাকরণ ৷ স্থানীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যদের টিকাকরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন হুগলির চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন ৷ পুজোর গোটা প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে সম্পন্ন করা যায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷
এদিন চন্দননগর রবীন্দ্র ভবনে ইন্দ্রনীল সেনের উপস্থিতিতেই 500-রও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয় ৷ স্থির করা হয়েছে, এই কর্মসূচির আওতায় চন্দননগর বিধানসভা এলাকার 166 টি ক্লাবের সদস্যদের টিকা দেওয়া হবে ৷ প্রাথমিকভাবে 500 জনের টিকাকরণ করা হলেও তিন দিনে ধাপে ধাপে প্রায় 1700 মানুষকে এই টিকা দেওয়া হবে ৷
বিধায়কের এই উদ্যোগে খুশি পুজোর উদ্যোক্তারা ৷ তাঁরা জানিয়েছেন, কেন্দ্রীয় পুজো কমিটি তরফ থেকেই টিকাকরণের জন্য আবেদন জানানো হয়েছিল ৷ যাতে জগদ্ধাত্রী পুজোর সময় অতিমারি আরও ভয়াবহ আকার না নেয় ৷
এই প্রেক্ষিতে এদিন থেকে করোনার টিকাকরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পুজো উদ্যোক্তাদের মধ্যে ৷ কারণ, সেক্ষেত্রে পুজোর আগেই সকলের টিকার ডাবল ডোজ নেওয়া হয়ে যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।