নিজস্ব সংবাদদাতা: আবারও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ ডানকুনিতে গ্রেফতার বিহারের মুঙ্গেরের এক বাসিন্দা|গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ আধিকারিকরা অভিযান চালায় ডানকুনিতে|আজ ভোরে ডানকুনির মাইতিপাড়া এলাকা থেকে বিহারের একটি বাস থেকে মুঙ্গেরের ওই বাসিন্দাকে গ্রেফতার করা হয়|
![]() |
ধৃতকে আদালতে তোলা হচ্ছে |
ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৫টি 7mm পিস্তল ও ১টি 9mm কারবাইন। আগ্নেয়াস্ত্রগুলি সে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের| বিহারের মুঙ্গের থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাচারের জন্য এর আগেও সে এই শহরে এসেছে |
![]() |
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র |
এসটিএফ জানিয়েছ, মুঙ্গের থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল | এই অস্ত্র পাচারচক্রে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ| অস্ত্র-গুলি কাদের পাচার করা হত সেই খোঁজও শুরু হয়েছে ইতিমধ্যেই।এদিন ধৃত অমর কুমারকে শ্রীরামপুর আদালতে তোলা হয়।