নিজস্ব সংবাদদাতা: ডানকুনির একটি পটেটো চিপস কারখানায় শ্রমিক বিক্ষোভ, ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ।
![]() |
কারখানার বাইরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ |
ডানকুনির চাকুন্দি দিল্লী রোডের পাশের একটি পটেটো চিপস কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। গত ১৪ মাসের পি এফ এর টাকা জমা দেয়নি কোম্পানী, দু বছর ধরে নতুন কোনো এগ্রিমেন্টও হয়নি।তার উপর গত শুক্রবার নোটিশ দিয়ে কারখানা কর্তৃপক্ষ জানায় শনিবার কারখানা বন্ধ থাকবে।
![]() |
শনিবার কাজ বন্ধ থাকবে নোটিশ কর্তৃপক্ষের |
আজ কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।তাদের দাবী নতুন এগ্রিমেন্ট ও পি এফ এর টাকা জমা দিতে হবে। বিক্ষোভ সামাল দিতে হাজির হয় পুলিশ। স্থায়ী অস্থায়ী মিলিয়ে ১২৫ জন শ্রমিক কাজ করে চিপস কারখানায়।