নিজস্ব সংবাদদাতা: মহেশ্বর পুরের পর এবার ডানকুনি আবারও ২নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। পুলিশ সূত্রে খবর, আজ নিজ ডানকুনি মোড়ে মর্নিং ডিউটি করছিল জাঙ্গিপাড়ার সিভিক ভলান্টিয়ার সম্রাট সাহা ( বয়স ৩২) ।
![]() |
মৃত সম্রাট সাহা, বয়স ৩২ |
পুলিশ সূত্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ জাতীয় সড়কের মাঝখানে ডিউটি করার সময় হঠাৎই টোলপ্লাজার দিক থেকে একটি বুলেরো পিকাপ গাড়ি সম্রাটকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ এসে আহত সম্রাটকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে বেসরকারী নার্সিংহোমে দেখতে আসেন ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিংহ, চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত সাধুকা, জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত ঘোষ সহ চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশ আধিকারিকরা।
![]() |
বেসরকারি নার্সিংহোমের বাইরে অপেক্ষারত পুলিশ আধিকারিকরা |
প্রসঙ্গত, বেশকিছু দিন আগে জাতীয় সড়কের মহেশ্বর পুরে
![]() |
জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় সড়কের মাঝে ডিউটিরত ট্রাফিক |