Tripura : ত্রিপুরায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ছাত্র-যুবদের উদ্দেশে ভার্চুয়াল বার্তা দেবেন মমতা

নিউজ ডেস্ক, ত্রিপুরা : বাংলার পাশাপাশি, আজ ত্রিপুরাতেও পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মাঠে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ শান্তনু সেন ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এর পাশাপাশি, ত্রিপুরার ১০ হাজারের বেশি শিক্ষকের চাকরি কেড়ে নেওয়ার প্রতিবাদে এদিন পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। ত্রিপুরার ৮টি জায়গায় মিছিল করবে তারা। আগরতলার রাজপথে দিনভর চলবে বিক্ষোভ অবস্থান।

ত্রিপুরায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ছাত্র-যুবদের উদ্দেশে ভার্চুয়াল বার্তা দেবেন মমতা



তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবস ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে আগরতলার MBB কলেজ চত্বর। TMCP নেত্রীকে প্রচারে বাধা দেওয়া ও এক তৃণমূল কর্মীরকে মারধরের অভিযোগ ওঠে RSS-এর ছাত্র সংগঠন ABVP ও বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে কলেজের গন্ডগোলে রাজনীতির রং লাগানোর অভিযোগ তোলে বিজেপি।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন