নিজস্ব সংবাদদাতা: ডানকুনি থানার মোল্লাবেড়ে দিল্লী রোডের পাশে একটি চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেলো মিনিডোর গাড়ি। ঘটনায় মৃত ৩ আহত আরও চারজন।
![]() |
দুর্ঘটনাগ্রস্থ চায়ের দোকান |
আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আজ সকাল ছটা দশ নাগাদ দিল্লী রোডের পাশে দাঁড়িয়ে একটি অস্থায়ী চায়ের দোকানে চা খাচ্ছিলেন কয়েকজন।কলকাতা থেকে বর্ধমান মুখি রাস্তায় হঠাৎ সেখানে ঢুকে পরে গাড়িটি। ডানকুনি থানার পুলিশ ও স্থানীয়রা হত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানা গেছে মৃত ও আহতরা স্থানীয় বাসিন্দা।
মৃতরা হলেন মিনটু বাগ ৪৮, সেখ খালেক ৭১, যুমান মল্লিক ৭৫ , নকুল বাগ ৪২।সেখ আলাউদ্দিন এর চায়ের দোকান। ৪ জন হাসপাতালে ভর্তি l ঘাতক গাড়ির চালক পলাতক।
![]() |
উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ |
ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশের আধিকারীকরা। হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। মর্মান্তিক দূর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানান তিনি।