নিজস্ব সংবাদদাতা: প্রায় ন'মাস বেতন না পেয়ে ব্যাঙ্ক মিত্রদের বিক্ষোভ শ্রীরামপুরে। ইউনাইটেড ব্যাঙ্ক ও পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক সংযুক্ত হওয়ার পর থেকে বেতন না পাচ্ছেনা ব্যাঙ্ক মিত্ররা।
![]() |
শ্রীরামপুরে বিক্ষোভ শামিল ব্যাঙ্ক মিত্ররা |
তাদের দাবী আগে ইউনাইটেড ব্যাঙ্ক থাকাকালীন বেতন সমস্যা হয়নি। চুক্তিভিত্তিক কাজ করেন তারা। ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্ট খোলাতে সাহায্য করেন তারা। আতিয়াতি নামের এক সংস্থার সাথে ব্যাঙ্ক চুক্তিবদ্ধ।
এই ব্যাঙ্ক মিত্ররা ব্যাঙ্কের কাছে বেতনের কথা বলতে গেলে তাদেরকে বলে দেওয়া হয় আতিয়াতি কম্পানির কাছে তাদের বেতন দেওয়া আছে। বিক্ষোভকারীরা জানান অবিলম্বে তাদের বেতন না দিলে তারা সেখানেই বসে অনাশন করবেন।