নিজস্ব সংবাদদাতা: আজ রাজ্যে হাই ভোল্টেজ ফাইট চলছে।ভাগ্য নির্ধারণ হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর। ভবানীপুর উপনির্বাচনের দিন সকাল সকাল মাজারে চাদর চাপিয়ে,ফুল মালা দিয়ে দোয়া করলেন রিষড়ার তৃণমূল কর্মীরা।
আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য শাকির আলি আজ রিষড়া স্টেশন রোডের একটি পীর বাবার মাজারে চাদর চড়ান।মমতার ছবি হাতে নিয়ে মাজারে পীর বাবার কাছে দোয়া করেন। তিনি বলেন আমরা সকল ধর্মের ইশ্বর,আল্লাহ, ওয়াহে গুরু সকলের কাছে প্রার্থনা করছি যাতে মমতা ব্যানার্জী এক লাখের উপরে ভোটে জেতে। তাই আজ সকাল সকাল এই মাজারে এসে প্রার্থনা করলাম।
অন্যদিকে খানাকুলের ঘন্টেশ্বর মন্দিরে শিব ঠাকুরের সামনে যজ্ঞ করেন আরামবাগের সংসদ অপরুপা পোদ্দার। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ভবানীপুরে যেন বিপুল ভোটে জয় যুক্ত হন, প্রার্থনা করেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।