নিজস্ব সংবাদদাতা: চন্ডীতলার ভগবতীপুরে ঘুষি মেরে প্রৌঢ় খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করল চন্ডীতলা থানার পুলিশ। এই ঘটনার পর থেকে পলাতক ছিল সুকুর আলি মন্ডল ও সেখ কাশেম।
![]() |
অভিযুক্ত সুকুর ও কাশেমকে কোর্টে নিয়ে যাচ্ছে পুলিশ |
![]() |
এই ঢালাই রাস্তার মান নিয়েই বচসা |
![]() |
কাশেমের চায়ের দোকান ভাঙচুর |