নিজস্ব সংবাদদাতা: কানাইপুর বারুজীবি রামকৃষ্ণ পল্লীতে কিশোরের অস্বাভাবিক মৃত্যু, প্রনয় ঘটিত কারনে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ।
![]() |
মৃত আলোক প্রসাদ (17) |
রিষড়া বারুজীবী নতুন পল্লীর বাসিন্দা অলোক প্রসাদ(১৭) গতকাল রাত থেকে নিখোঁজ ছিল। আজ রিষড়া লাগোয়া উত্তরপাড়া থানার কানাইপুর রামকৃষ্ণ পল্লীতে তার গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
![]() |
পরিবারে শোকের ছায়া |
জানা গেছে অলোকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বারুজীবী রামকৃষ্ণ পল্লীর এক কিশোরীর। গতকাল তারা বন্ধরদের নিয়ে একসঙ্গে ঘুরতে বেরিয়েছিল। তরুনের মৃতদেহ দেখতে পেয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। কিশোরীর বাড়িতে ভাঙচুর চলে। উত্তরপাড়া থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ময়না তদন্তে। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।
![]() |
ঘটনাস্থলে পুলিশ ও পন্ঞ্চায়েত প্রধান |