নিজস্ব সংবাদদাতা: কম্বল জড়ানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে ঘটনাটি ঘটে পোলবার জারুরা দিল্লি রোডের পাশে।
![]() |
মৃতদেহের ছবি তুলেছেন পুলিশ আধিকারিক |
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে মৃতদেহটি দেখতে পেয়ে পোলবা থানায় খবর দেয়। ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ। মৃতদেহ দিয়ে পচন ধরেছে ও দুর্গন্ধ ছড়াচ্ছে। সনাক্ত করতে অসুবিধায় পড়েছে পুলিশ।
![]() |
মৃতদেহ উদ্ধার করছে পুলিশ |
স্থানীয়দের অনুমান খুন করে ওই এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে । এখনো পর্যন্ত মৃতর নাম বা পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গত দুদিন আগের মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হচ্ছে। কিভাবে মৃত্যু ময়না তদন্তের পরেই তা জানা যাবে।