নিজস্ব সংবাদদাতা: চন্দননগর লক্ষীগঞ্জের বাজারে মুথুট গোল্ড লোনের অফিসে ডাকাতি। গুলি ছুঁড়তে ছুঁড়তে কয়েক জন দুষ্কৃতি পালিয়ে গেলেও তিনজন ধরা পরে যায়।
![]() |
ঘটনাস্থলে চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা |
গোল্ড লোনের অফিসের কর্মীদের মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতি হয়। বেরিয়ে যাবার সময় পুলিশ হাজির হয়। ঘিরে ফেলে দুস্কৃতিদের। তিনজন ধরা পরে যায়। দুটি মোটর বাইক একটি মারুতি গাড়ি ধরা পরে।
![]() | ||
দুস্কৃতিদের ফেলে যাওয়া বাইক |
জিটি রোডের পাশে দোতলায় গোল্ড লোনের অফিস। পিছন দিয়ে লাফিয়ে কয়েকজন পালিয়ে যায়। দুজনকে ধরে ফেলে পুলিশ। বাইকে নিয়ে পালানোর সময় এক দুস্কৃতিকে তুলোপট্টি ঘাটের কাছে ধাওয়া করে চুঁচুড়া থানার পুলিশ। সেই দুষ্কৃতি এক রাউন্ড গুলি ছোঁড়ে। যদিও সে পালাতে পারেনি।পুলিশের হাতে ধরা পরে যায়।
পলাতক দুষ্কৃতিদের খোঁজে জোর তল্লাসী শুরু করে পুলিশ।রাস্তায় নাকা চেকিং এর পাশাপাশি লঞ্চঘাট গুলো বন্ধ করে দেওয়া হয়।