নিজস্ব সংবাদদাতা: এবার ভুয়ো ডিএসপি ধরা পড়ল চন্দননগরে, ধৃতের নাম সিদ্ধার্থ চক্রবর্তী বাড়ি চন্দননগর বক্সি গলিতে।
![]() |
ভুয়ো পুলিশ অফিসার সিদ্ধার্থ চক্রবর্তী |
পুলিশ সূত্রের জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ চন্দননগর স্ট্যান্ড রোডে রানীঘাটের কাছে একটি সাদা স্করপিও গাড়ি কে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। WB 19J 7988 নাম্বারের গাড়িটিতে লালবাতি ও হুটার লাগানো ছিল।সামনে গভঃ অফ ওয়েস্ট বেঙ্গল স্টিকার লাগানো ছিল।
![]() |
উদ্ধার হওয়া স্করপিও |
গাড়িটি দেখে সন্দেহ হয় পুলিশের। রানীঘাট থাকে ঢিল ছোঁড়া দূরত্বে চন্দননগর থানা। পুলিশ গিয়ে গাড়িটিকে আটক করে।গাড়ির মধ্যে পুলিশের পোশাক পড়া একজনকে বসে থাকতে দেখা যায়। জিজ্ঞাসা করলে সে নিজেকে ডিএসপি পরিচয় দেয়। সোল্ডারে তিনটে তারা, পুলিশের পোশাক, বুকে নেমপ্লেট হুবুহু পুলিশ অফিসার। দেখে বোঝার উপায় নেই। কথা বলতেই মুখে মদের গন্ধ পেয়ে সন্দেহ বাড়ে। একজন ডিএসপি এত রাতে স্ট্যান্ডে মদ্যপান করছেন, তার সঙ্গে আরো দুজন ছিল। থানায় নিয়ে গিয়ে জেরা করতেই বেরিয়ে আসে আসল সত্য। তিনি ভুয়ো পুলিশ অফিসার।
![]() |
ধৃতদের কোর্টে নিয়ে যাচ্ছে পুলিশ |