নিউজ ডেস্ক: আরএসএস, বিজেপির থেকেও ভয়ংকর তৃণমূল ত্বহা সিদ্দিকী। গত কাল থেকেই তারকেশ্বরের পিয়াসারা এলাকায় লাগাতার পোস্টর পড়ছে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে।
![]() |
পিয়াসারা এলাকায় দেওয়ালে মারা পোস্টার |
গত শনিবার ওই এলাকায় একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফুরফুরা শরীফের পিরজাদা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার এবং বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠান থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রশংসা করতে গিয়ে এলাকার বেশ কয়েক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজ বলে তোপ দাগেন পীরজাদা ত্বহা সিদ্দিকী।
এরপরই রবিবার পিয়াসারা এলাকায় তার বিরুদ্ধে প্রচুর পোস্টার পরে তবে এই পোস্টার লাগানোর দায় কেউ স্বীকার করেনি। গত কাল এলাকায় পুলিশ গিয়ে সমস্ত পোস্টার তুলে দিয়ে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করে। আজ সোমবার আবার একই ধরণের পোস্টার দেখা গেল পিয়াসারার বিভিন্ন এলাকায়।
যদিও তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে কেউ মন্তব্য করতে চাননি। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায় জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না।