নিজস্ব সংবাদদাতা: একজনের অস্ত্রোপচার অন্যের ফোনে মেসেজ, স্বাস্থ্য সাথীর টাকা কাটা নিয়ে বিভ্রান্তি চন্ডিতলায়।চন্ডীতলার জনাইয়ের বাসিন্দা মিনা সাঁতরা পরিচারিকার কাজ করেন। তার স্বাস্থ্য সাথী কার্ড আছে। কয়েকদিন আগে তার মোবাইলে মেসেজ আসে চিকিৎসা বাবদ খরচ হিসাবে তার কার্ড থেকে ৫১৭০০ টাকা কেটে নেওয়া হয়েছে।
![]() |
কার্ড হাতে মীনা সাঁতরা যার ফোনে মেসেজ আসে |
ডানকুনির যে বেসরকারী নার্সিংহোমের নামে এই টাকা কাটা হয়েছে সেখানে খোঁজ নিয়ে জানা যায় মিনা সাঁতরা নামে জনাইয়েরই এক বৃদ্ধার হাত ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়।
![]() |
মীনা সাঁতরা যিনি অস্ত্রোপচার করিয়েছেন |
মিনা সাঁতরা লক্ষীর ভান্ডারে আবেদন করেন। ফর্ম জমা পড়ার মেসেজ তার মোবাইলে এসেছে কিনা তা জনাই পঞ্চায়েতের সদস্য অভিজিৎ কর্মকারকে দেখিয়ে জানতে চান। সদস্য মোবাইল খুলে দেখেন, লক্ষীর ভান্ডার জমা পড়ার কোন মেসেজ ঢোকেনি কিন্তু নার্সিংহোমে ভর্তি হওয়া এবং ডিসচার্জ হওয়ার মেসেজ রয়েছে। স্বাস্থ্যসাথী থেকে টাকা কাটার মেসেজ রয়েছে। মিনা সাঁতরা বিষয়টি পঞ্চায়েতে জানান।
![]() |
স্বাস্থ্য সাথী দফতর থেকে আসা মেসেজ |