প্রবীর বোস, হুগলি: হুগলির গুড়াপ ও পান্ডুয়া থানার অন্তর্গত SBI এর দুটি গ্রাহক সেবা কেন্দ্র গুড়াপের খানপুর ও পান্ডুয়ার সাকো মণিপুর থেকে চার অভিযুক্ত প্রায় 130 জনের গ্রাহকদের কোটি কোটি টাকার তুলে নিয়ে গ্রাহক সেবা বন্ধ করে পলাতক বলে অভিযোগ।
এই ঘটনার পর ঐ দুই SBI এর গ্রাহকেরা প্রতিদিনই থানা ও পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের কাছে দারস্থ হচ্ছেন। চার অভিযুক্তদের কাছ থেকে তাদের জমানো টাকা ফেরত পাওয়ার আসায়।
গ্রাহকদের সুত্রে জানা গিয়েছে, এই চারজন অভিযুক্ত SBI এর গ্রাহক সেবা আজ থেকে পাঁচ, ছয় মাস বন্ধ করে দিয়ে পুলিশের চোখের সামনে দিয়েই ঘুড়ে বেড়াচ্ছে। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।