পিস সোসাইটির উদ্যোগে 20.10.21হুগলির বৈদ্যবাটির কাজিপাড়াতে সন্ধ্যাকালিন সভা ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শ্রিরামপুরের সংসদের সভানেত্রি রুনা খাতুন,তিনি বক্তব্যে জোড় গলাই বলেন কেউ কেউ ধর্মের রাজনিতি করেন আমরা ধর্মের রাজনীতি করিনা।এটা বাংলা এখানে সব ধর্মের মানুষ আমরা মিলে মিশে থাকি।
বাজারে গিয়ে আমরা কৈ এমনতো বলিনা " এই সব্জী তুই কার জমির রামের না রহিমের' কারন হিন্দুর জমির ফসল মুসলমান খায় আবার মুসলমানের জমির ফসল হিন্দু সম্প্রদায়ের মানুষ জন এটাই আমাদের বাংলার কৃষ্টি কালচার।উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অলবেঙ্গল মাইনোরিটি এ্যসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না তিনি বলেন- প্রোপেট হজরত মহাম্মদ (সঃ) সল্লালালহ অসাল্লাম প্রায় ডের হাজার বছর আগে যে মানবিকতা সামাজিকতা দেখিয়ে গেছেন তা যদি আমরা আজকের দিনে মেনে চলি কোনরকম অশান্তি হবেনা।নবিজি কখনই বলেননি অপর ধর্মের মানুষের প্রতি ঘৃণা করো, এগুলো এক শ্রেণি দু পেয়ে অমানুষরা করে।তিনি শিখিয়ে ছিলেন মানুষের প্রতি মমত্ববোধ,দয়া,মায়া,ভালোবাসা রাখা।আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে লক্ষ্য করছি সব ধর্মের ছাত্র ছাত্রিদের ও সব ধর্মের মানুষ কে এবং সব ধর্মের মানুষ এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মঞ্চস্থ করলাম এটাই ভালোবাসার বাংলা।এবং সভার শেষে দেশবাসীর জন্য কল্যাণ কামনা ও দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়।সুচারুভাবে সভা পরিচালনা করেন সোসাইটির সম্পাদক মহাম্মদ মাহমুদ।