সেখ জাবি: ডানকুনি : নিত্য দিন গ্যাস,পেট্রোল, ডিজেলের দাম বেড়েই চলেছে । অনেক দিন থেকেই পেট্রোল ১০০ ছড়িয়ে রয়েছে , তা নিয়ে বহুবার আন্দোলন হয়েও কোনো ফল পাওয়া যায়নি। কয়েকদিন হলো নতুন করে ডিজেলের দাম ১০০ ছাড়ালো। এখন পেট্রোল এবং ডিজেলের মূল্য প্রায় সমান। গ্যাসের দাম ও বাড়ছে ।
ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার জন্য অনেক জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে। আজ শনিবার হুগলি জেলার পার ডানকুনি এলাকায় তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ।
অবস্থান বিক্ষোভে বিজেপির উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করলেন সম্ভু সাও, হাসিনা সবনম, অচিন্ত কর্মকার, প্রকাশ রাহা সহ আরো অনেকে।
এলাকাবাসী জানায় ডিজেলের মূল্যবৃদ্ধি হতেই বাজার সহ সমস্ত জায়গায় জিনিসপত্রর দাম বাড়ছে । গ্যাসের আকাশছোঁয়া দামের কারণে রেশনের চাল ফোটাতেও অতদামি গ্যাস ব্যবহার করতে হচ্ছে ।