নিজস্ব সংবাদদাতা: ফুরফুরা শরীফে তাবিজ করতে এসে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর থেকেই নিখোঁজ ছিলেন বসিরহাটের মধ্যমপুর এলাকার চার বছরের ইজাজ গাজী। পরিবার সূত্রে জানা গেছে, ইজাজ খুব চন্ঞ্চল প্রকৃতির ছেলে তাই তার জন্য তাবিজ করবার উদ্দেশ্যে শুক্রবার ফুরফুরা শরীফে আসে ইজাজ ও তার মা। দুপুরে ইজাজ তার মায়ের হাত ধরে হাট ছিল হঠাৎ মজার শরীফের কাছে মায়ের হাত ছাড়িয়ে ভিড়ে ঢুকে পড়ে ইজাজ। তারপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। খবর যায় জাঙ্গিপাড়া থানায়। পুলিশও আপ্রাণ চেষ্টা চালিয়েও খোঁজ মেলেনি এজাজের। অবশেষে আজ সকালে ফুরফুরার তালতলার কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। গোটা ঘটনায় শোকের ছায়া ফুরফুরায়।
তবে কীভাবে এজাজ পুকুরের জলে পড়ল? শুক্রবারে এত মানুষের সমাগম হলেও মায়ের হাত ছেড়ে নজর এড়িয়ে কিভাবে এজাজ হারিয়ে গেল! সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে জাঙ্গিপাড়া থানার পুলিশ। উল্লেখ্য এই এক মাসের মধ্যেই ফুরফুরায় এই নিয়ে 2 শিশুর মৃত্যু হল জলে ডুবে। কিছুদিন আগে ফুরফুরার একটি মাদ্রাসার এক ছাত্রেরও মৃত্যু হয় জলে ডুবে। এলাকার মানুষের দাবী রাস্তার ধারে পুকুরগুলোকে বেড়াজাল দিয়ে ঘিরে দেয়া হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। ইতিমধ্যেই জাঙ্গিপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর এজাজের দেহ তার পরিবারের হাতে তুলে দেয়া হবে।