মহারাষ্ট্রের গদচিরোলিতে পুলিশ এনকাউন্টারে নিহত ২৬ মাওবাদী

শনিবার ছত্তিশগড়ের সীমান্তবর্তী নাগপুর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে গাদচিরোলি জেলার গারাপট্টি থানার অধীনে মারদিনটোলা জঙ্গলে একটি বড় অভিযানে কয়েকজন মহিলা কর্মী সহ অন্তত 26 সন্দেহভাজন মাওবাদী নিহত হয়েছে, বলে খবর ।

প্রাথমিক রিপোর্ট অনুসারে, C-60 বাহিনীর জওয়ানরা, জেলার একটি অভিজাত এলাকায় টহল দিচ্ছিল।

তখন জঙ্গলে লুকিয়ে থাকা বামপন্থী উগ্রপন্থীরা জওয়ানদের উপর গুলি চালায়, যার পাল্টা জবাব দেওয়া হয়।

গাদচিরোলি পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে যে, 'আজ সকালে গারাপট্টি থানার অন্তর্গত এলাকায় বন্দুক যুদ্ধ হয়েছে এবং পুলিশ এবং মাওবাদীদের মধ্যে এখনও সংঘর্ষ চলছে।' ঘটনার পরে অতিরিক্ত পুলিশ বাহিনী ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে', গাদচিরোলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গোয়াল জানিয়েছেন।

গোয়াল বলেছেন যে, এনকাউন্টারে 26 জন মাওবাদী নিহত হয়েছে। "ঘটনার পর এলাকায় তল্লাশি অভিযান জোরদার করায় সংখ্যা বাড়তে পারে," তিনি যোগ করেছেন। অপারেশনের পর দেহগুলো ময়নাতদন্তের জন্য গাদচিরোলিতে আনা হবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন