নিজস্ব সংবাদদাতা: শিশু দিবসে প্রয়াত সমীর কুমার পালের স্মৃতির উদ্দেশ্যে সত্যভারতী আশ্রমে বস্ত্র ও অন্ন বিতরণ করা হয়।
এদিন উত্তরপাড়া 11 No. R K Street নিবাসি প্রয়াত সমীর কুমার পাল মহাশয়ের প্রয়ান দিবসে, ওনার স্মৃতির উদ্দেশে, শুক্লা রায়চৌধুরি পালের হাত দিয়ে ৬০ জন দুস্থকে বস্ত্র বিতরণ করা হয়।
পাশাপাশি এদিন সত্যভারতী আশ্রমের ৯০ জন অনাথ বালিকাদের অন্ন দানও করা হয়। প্রয়াত সমীর কুমার পালের স্মৃতির উদ্দেশ্যে এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আশ্রমের কর্মকর্তারা।