নিজস্ব সংবাদদাতা: চন্ডীতলার বরিজহাটিতে বৃদ্ধের রহস্য মৃত্যু!রাতে লুট করতে ঢুকে খুন বলে অভিযোগ। মৃতের নাম পরেশচন্দ্র দাস(৬৫)।
চন্ডীতলা বরিজহাটি পূ্র্বপাড়ার বাসিন্দা পরেশ চন্দ্র দাস গতকাল রাতে বাড়িতে একাই ছিলেন।তার স্ত্রী মিতা দাস নার্স।তিনি চন্ডীতলার একটি নার্সিংহোম নাইট ডিউটিতে গিয়েছিলেন।ভোর বেলায় বাড়ি ফিরে দেখেন দরজা খোলা।ঘরের মধ্যে পরেশ বাবুর রক্তাক্ত গলা কাটা মৃতদেহ পরে রয়েছে।খবর পেয়ে প্রতিবেশিরা জরো হয়।খবর দেওয়া হয় চন্ডীতলা থানায়।হুগলি গ্রামীন পুলিশ ঘটনার তদন্তে নামে।মিতা দাস বলেন,ভোর সারে চারটের সময় বাড়ি ফিরে দেখি দরজা খোলা,দেহ পরে আছে, ঘরের আলমারি ভাঙা জিনিসপত্র ছড়ানো ছিল।সব নিয়ে গেছে।লুটপাট করতে এসে বৃদ্ধকে খুন করা হয়েছে বলে অভিযোগ।এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত পরেশ বাবুর কোনো শত্রু ছিলনা বলে জানান তার স্ত্রী ও স্থানীয়রা।হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে খুন করা হয়েছে।কি কারন এর পিছনে আছে তা খতিয়ে দেখা হবে।মৃতদেহ ময়না তদন্তের পর আরো স্পস্ট হবে।
Tags
হুগলি