একদিন দু-দিন নয়। টানা তিন মাস! বাবার মৃতদের আগলে তিন মাস কাটিয়ে দিল ছেলে। খাস কলকাতার (Kolkata) গড়ফায় এভাবেই ফিরল রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এদিন বাড়ি থেকে বৃদ্ধের পচা গলা কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় একটি বাড়ি থেকে নরকঙ্কাল উদ্ধার হয়েছে।
মৃতের নাম সংগ্রাম দে (৭০)। তাঁর ছেলে কৌশিক দে'র বয়স ৪০ বছর। বাবার দেহ আগলেই দিন কাটাচ্ছিলেন তিনি। বাড়িতে আছেন অসুস্থ মা'ও। কৌশিক কাজকর্ম কিছুই করতেন না বলে খবর। পুলিশ সূত্রের খবর, এদিন সকালে এক প্রতিবেশী গড়ফা থানায় খবর দিলে পুলিশ আসে। দরজা ভেঙে খাটের উপর কঙ্কাল শুয়ে থাকতে দেখেন তারা। কয়েক মাস ধরে সংগ্রাম দে'কে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। তাতেই তাদের সন্দেহ হয়। তার বশেই পুলিশকে জানানো হয়। কৌশিক দে মানসিক দিক থেকে সুস্থ কি না তাও খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ। বছর কয়েক আগে কলকাতার রবিনসন স্ট্রিটে এমনই ঘটনার সাক্ষী থেকেছিল শহরবাসী। মৃত দিদির দেহ আগলে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছিলেন ভাই। সারা শহর শিউরে উঠেছিল সেই ঘটনায়। এবার গড়ফার ঘটনায় আবার ফিরে এল সেই স্মৃতিই।