Canning: ক্যানিংয়ে গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার মৃত্যু এসএসকেএমে

 শনিবার রাতে বাড়ির দোরগোড়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন ক্যানিংয়ের তৃণমূল (TMC) নেতা মহরম শেখ। রবিবার ভোরে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ভোটের আগেও এই তৃণমূল নেতাকে গুলি করেছিল দুষ্কৃতীরা। কিন্তু সেবার তিনি বেঁচে গিয়েছিলেন। এবার আর বাঁচানো গেল না।

নিহত নেতার পরিবারের দাবি, শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ, মোটরবাইকে করে আসা তিন দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে মহরমকে। বাড়ির সামনেই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় মহরম শেখকে প্রথমে আনা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। স্থানীয়রা জানিয়েছেন, তিনটি বাইকে চেপে ৮-৯ জন দুষ্কৃতী এসে ঘিরে ধরে গুলি চালায়। তাঁর মাথায়, পেটে ও কাঁধে গুলি লাগে। স্থানীয় দুই দুষ্কৃতী রফিক শেখ ও মিঞা রউফের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তৃণমূল নেতা শওকত মোল্লার দাবি, এর পিছনে বিরোধীরা রয়েছে। পাল্টা সিপিএম ও বিজেপি বলেছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দেই ৬ মাসের মধ্যে একজনকে দু'বার গুলি খেতে হল। এবার আর প্রাণটাও বাঁচল না।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন