নিজস্ব সংবাদদাতা: চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, চন্ডিতলার বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর পরিবারের সদস্যদের!
মৃতের নাম সুপ্রিয়া ধারা(২৮)।হাওড়ার জগদীশপুর কামারপাড়ার বাসিন্দা। পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন গতকাল বিকালে। আজ বিকাল পাঁচটার সময় মৃত্যু হয়।জানা গেছে আগামী সপ্তাহে বিয়ে ছিল সুপ্রিয়ার।
মৃত্যুর খবর পেয়ে নার্সিংহোম চত্বরে জরো হয় রোগীর আত্মীয় পরিজনরা।উত্তেজনা ছড়ায়।চলে ভাঙচুর।খবর পেয়ে চন্ডীতলা থানার পুলিশ হাজির হয়।
মৃতের আত্মীয় রাজু চক্রবর্তীর অভিযোগ কোনো চিকিৎসক ছিল না।বার বার বলা সত্ত্বেও চিকিৎসা হয়নি।নার্সিংহোম মালিক লাল্টু ঘোষের দাবী রোগীর হিমোগ্লোবিন খুব কমে যায়,তার চিকিৎসার সুযোগ নেই তাই রেফার করে দেওয়া হয়েছিল।অনেক আগে বলা হলেও রোগী নিয়ে যেতে বিলম্ব করে তার পরিবার।