হুগলি , ১৫ নভেম্বর : - দুই যুবককে পুলিশের ফাইবার স্টিক - দিয়ে বেধরক মারা হচ্ছে , মারা হচ্ছে বুকে পেটে বুট দিয়ে লাথি | মারছে একজন আকাশি গেঞ্জি পরা সিভিক ভলেন্টিয়ার আর একজন জঙ্গল পোষাক পড়া জওয়ান |
আর এই দৃশ্য ভীর করে দেখছে অনেকে । এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে । ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করা হয়নি । তবে ২.২৭ মিনিটের ভিডিওতে ৩৬ সেকেন্ডে শোনা যাচ্ছে রানী ঘাটের ঘোষণা | জগদ্ধাত্রী বিসর্জনের দিন অর্থাৎ দশমীর দিনের এই ঘটনা । জগদ্ধাত্রী পুজোর দশমীর রাতে চন্দননগর স্ট্র্যান্ডে মোবাইল চুরি করতে গিয়ে দুই যুবক হাতেনাতে ধরা পড়ে । দুজনকে ফাইভার স্টিক দিয়ে নির্মমভাবে মারা হয় | বুকে পেটে লাথি মারা হয় । তবে এ বিষয়ে পুলিশের কাছে কোন অভিযোগ নেই , কোনো খবরও নেই বলে জানান ডিসি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশ | জগদ্ধাত্রী পুজোয় বাইরে থেকে অনেক পুলিশ সিভিক হোমগার্ড নিয়ে আসা হয় । এক্ষেত্রে যাদের ছবি এই ঘটনায় দেখা যাচ্ছে তারা কারা তা জানাতে পারেনি চন্দননগর পুলিশ |Viral Video: চন্দননগর রানীঘাটে বিসর্জনের রাতে ২ যুবককে বেধড়ক মারধর! মারধরকারীরা বেসরকারী নিরাপত্তাকর্মী দাবি পুলিশের
byDNN Bangla
-
0