রেশন দোকানে ৪২ হাজার লোক নিতে বললেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুয়ারে রেশন প্রকল্পের অনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। গণবন্টন ব্যবস্থায় কাজের লোকের অভাবের প্রসঙ্গে সেখানেই তুলেছেন মমতা। তাঁর কথায়, রেশন ডিলাররা অনেক সময়ে অর্থাভাবে লোক রাখতে পারেন না।
সেই সমস্যা কাটাতে একটা বিকল্প ব্যবস্থা ভেবেছে তাঁর সরকার। কী ব্যবস্থা? মমতা এদিন বলেছেন, রাজ্যে ২১ হাজার রেশন দোকান রয়েছে। সেগুলিতে দু'জন করে লোক নিলে ৪২ হাজার ছেলে-মেয়ের কাজ হবে। তাঁদের অর্ধেক টাকা ডিলাররা দেবেন, অর্ধেক দেবে সরকার। অর্থাত্ বলা যেতে পারে ৪২ হাজার কর্মচারীর ৬ মাসের মাইনে নবান্নই দিয়ে দেবে।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রেশন দোকানে কাজের জন্য যাঁদের নেওয়া হবে তাঁদের মাসিক ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এর মধ্যে ৫ হাজার টাকা দেবেন ডিলাররা আর ৫ হাজার টাকা দেবে সরকার। অর্থাত্ দোকান পিছু দু'জন লোকের জন্য ডিলারের খরচ হবে ১০ হাজার টাকা এবং সরকারের খরচ হবে ১০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টানাটানির মধ্যেও এই টাকা সরকার দেবে। এর ফলে ৪২ হাজারের কর্মসংস্থান সুনিশ্চিত হবে।