জন্মদিনের বিশেষ উপহার, ‘রাবণ’ ছবির টিজারে রুদ্র মূর্তিতে জিৎ

 ডিজিটাল ডেস্ক: জন্মদিনে অনুরাগীদের বিশেষ উপহার দিলেন জিৎ (Jeet)। প্রকাশ করলেন নিজের নতুন ছবি ‘রাবণ’-এর টিজার (Raavan Teaser)। আগামী বছরের ইদে মুক্তি পাবে জমজমাট এই অ্যাকশন থ্রিলার। তার আগে টিজারে চমকে দিলেন অভিনেতা। 

Actor Jeet

নিজের ‘রাবণ’ লুক আগেই প্রকাশ করেছিলেন জিৎ।  এখনও ছবির শুটিং চলছে। তবে জন্মদিন বলেই টিজার প্রকাশ করে দিলেন। সকাল থেকেই চলছে সেলিব্রেশন। জন্মদিন উপলক্ষ্যেই সোশ্যাল মিডিয়ায়  লাইভ সেশন করেছিলেন জিৎ। অনুরাগীদের সঙ্গে যে কোনও প্রশ্ন করার সুযোগ দেন অভিনেতা। সেখানেই জানিয়েছিলেন, ‘রাবণ’ ছবির টিজার প্রকাশ করবেন। তাও আবার ‘রিটার্ন গিফট’ হিসেবে।  সেই কথা রেখেই টিজার প্রকাশ করেন অভিনেতা। 

Raavan film

বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অন্যরকম চরিত্রে অভিনয় করার খিদেও জিতের মধ্যে রয়েছে। সেই তাগিদেই পাভেল পরিচালিত ‘অসুর’ ছবিতে অভিনয় করেন তিনি। বর্তমানের প্রেক্ষাপটেই সাজানো হয়েছিল ‘অসুর’ ছবির চিত্রনাট্য। এম এন টিজার দেখে মনে হচ্ছে, ‘রাবণ’ ছবির ক্ষেত্রেও তা হতে চলেছে। নামটি রূপক হিসেবে ব্যবহৃত হতে চলেছে। 

এম এন রাজ পরিচালিত এই ছবির জন্য নিজের লুক এক্কেবারে পালটে ফেলেছেন জিৎ। চোখের তীক্ষ্ণ চাহনিতে মাত করেছেন অভিনেতা। একটি ভ্রুতে আবার কাটা দাগও রয়েছেন। দেখেই মনে হচ্ছে, যেন দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে সংহার মূর্তি ধারণ করেছেন।

Jeet as Raavan

‘রাবণ’-এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী। শুটিংয়ের ছবি পোস্ট করেই সহ-অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও ছবিতে রয়েছেন বিশ্বনাথ বসু, লহমা ভট্টাচার্য।  ছবির অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা। সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মানস গঙ্গোপাধ্যায়। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tnusree C (@tonushree_10)

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন