Omicron Variant: ডেল্টার থেকেও সংক্রাংমক ওমিক্রন? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

নয়াদিল্লি: অতি দ্রুত সংক্রমণ ছড়াতে পারে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। এমনটাই আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সারা বিশ্বে উদ্বেগে কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট নিয়ে কী জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)? কতটা সংক্রামক এই ভ্যারিয়েন্ট (Variant)? WHO &ndash;এর মতে প্রাথমিকভাবে দেখা গিয়েছে পুনরায় সংক্রমণের ঝুঁকি থাকে। নতুন রূপে সংক্রমিত হতে পারে।. ডেল্টা এবং করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় 'ওমিক্রন' এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে বেশি সংক্রমিত হতে পারে কি না তা এখনও স্পষ্ট নয়। &nbsp;&nbsp;</p> <p>৩. &nbsp;'ওমিক্রন' এর উপর কোভিড-১৯ ভ্যাকসিন কতটা কার্যকরি তা নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।</p> <p>৪. 'ওমিক্রন' ঠিক কতটা সংক্রামক তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে এর উপসর্গ আলাদা সে সম্পর্কে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।</p> <p>৫. প্রাথমিকভাবে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার হাসপাতালগুলিতে রোগী ভর্তির সংখ্য়া বেড়েছে। তবে ঠিক কতটা সংক্রামিত এই ভ্যারিয়েন্ট তা বুঝতে আরও কয়েকদিন সময় লাগবে বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।</p> <p>বিশ্বজুড়ে ওমিক্রন-ত্রাস। বিশ্বের ১৩টি দেশে মিলেছে করোনা ভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতির সন্ধান। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং ছাড়াও ব্রিটেন, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ইজরায়েলে আক্রান্তদের শরীরে মিলেছে ওমিক্রন ভাইরাস। ফ্রান্সেও ওমিক্রন-আতঙ্ক। ১৪ দিনের আফ্রিকা সফর সেরে ফেরার পর, ৮ জনের শরীরে এই ভাইরাস মিলেছে বলে ফরাসি স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ায় সতর্ক ব্রিটেন। G-7 গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে আজই বসছে বৈঠকে।</p> <p>এদিকে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও ওমিক্রন-শঙ্কা। মহারাষ্ট্রে ডোম্বিভ্যালিতে দক্ষিণ আফ্রিকা ফেরত যাত্রী করোনা আক্রান্ত হওয়ায় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হল নমুনা। জানিয়েছে কল্যাণ-ডোম্বিভ্যালি কর্পোরেশন।</p> <p><strong>আরও পড়ুন: <a title="International Travel Guidelines: ওমিক্রন আটকাতে আরও কঠোর কেন্দ্র, আন্তর্জাতিক বিমান অবতরণে জারি নয়া নির্দেশিকা" href="https://ift.tt/3E0AhiU" target="">International Travel Guidelines: ওমিক্রন আটকাতে আরও কঠোর কেন্দ্র, আন্তর্জাতিক বিমান অবতরণে জারি নয়া নির্দেশিকা</a></strong></p>news https://ift.tt/eA8V8J

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন