অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: তৃণমূল নেতার (TMC Leader) নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট (Fake Facebook Account) খুলে টাকা চাওয়ার অভিযোগ। বিষয়টি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) মোহনপুরের ব্লক তৃণমূল সভাপতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।তৃণমূল নেতার নামে ফেসবুক অ্যাকাউন্ট (Fake Facebook Account)। এক আত্মীয়র অসুস্থতার কথা বলে বন্ধুদের কাছে টাকা দাবি। নেতার বন্ধুদের কাছে পাঠানো মেসেঞ্জারে দেওয়া হয়েছে টাকা পাঠানোর নম্বরও। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) মোহনপুরে (Mohanpur)। পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) মোহনপুরের (Mohanpur) ব্লক তৃণমূল সভাপতি মানিক মাইতির দাবি, তাঁর নামে খোলা ওই ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়ো।কীভাবে সামনে এল জালিয়াতির বিষয়টি? অভিযোগকারী শাসক দলের নেতার কথায়, তাঁর এক বন্ধু ফোন করাতেই প্রতারণার বিষয়টি জানতে পারেন। মোহনপুরের (Mohanpur) তৃণমূল ব্লক সভাপতি মানিক মাইতির কথায়, আমার এক আত্মীয় হাসপাতালের আইসিইউতে (ICU) ভর্তি আছেন বলে ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়া হয়, আমার বন্ধুদের বিভ্রান্ত করতে টাকা তোলার সহজ উপায় বেছে নিয়েছে, আমার রাজনৈতিক ইমেজকে মেলাইন করার জন্য। </p> <p>মোহনপুর থানা ও মেদিনীপুর সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা। কেউ যেন টাকা না দেন, সেকথা উল্লেখ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বার্তাও দিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর,তৃণমূলের নেতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জালিয়াতিতে কে বা কারা জড়িত, তার খোঁজ চলছে
Tags
district