নিজস্ব সংবাদদাতা: নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কর্মী। মৃতের নাম দীপঙ্কর রঞ্জিত(৪৪)। বাড়ি পূর্ব মেদিনীপুরের কন্টাইতে।
পুলিশ সূত্রে জানা গেছে, হুগলি গ্রামীন পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন দীপঙ্কর। হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ জানান, সিঙ্গুর পুলিশ লাইনে সেন্ট্রির ডিউটিতে ছিলেন দীপঙ্কর। সোমবার রাত দেরটা নাগাদ নিজের রাইফেল চালিয়ে আত্মঘাতী হন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
কাজের জায়গায় কোনো সমস্যা ছিলনা, কেন আত্মঘাতী হল তা দেখা হচ্ছে। সিঙ্গুর নতুন বাজারে পুলিশ লাইনে সেন্ট্রির কাজে ছিলেন কনস্টেবল দীপঙ্কর। গভীর রাতে হঠাৎ গুলির শব্দ পেয়ে ছুটে আসেন অন্যান্য পুলিশ কর্মীরা। দেখেন চেয়ারে বসা অবস্থায় পরে রয়েছে। তাকে সিঙ্গুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। চিকিৎসক জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে ওই পুলিশ কর্মীর।