নিউজ ডেস্ক : ৩ ডিসেম্বর : - জেলে থেকেই তোলাবাজি । জনৈক ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মামলায় বিচারাধীন থাকা হুগলীর ত্রাস জেলবন্দি রমেশ মাহাতোকে ফের পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করলো চন্দননগর কমিশনারেটের পুলিশ |
রমেশের সাথে তাঁর চার শাগরেদকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । ধৃতরা হলো রমেশ মাহাতো , মহঃ সাবীর , সন্তোষ চৌধুরী , রাজকুমার চৌধুরী ( চিকুয়া ) এবং দেবাশীষ সরকার । এদের মধ্যে রমেশ ছাড়া চিকুয়াও জেলবন্দি আসামী । শুক্রবার এবিষয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অর্নব ঘোষ এক সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান । কমিশনার বলেন উত্তরপাড়ায় নতুন বাড়ি কেনার পর এক বাড়ি মালিককে তোলা চেয়ে হুমকি যায় রমেশ মাহাতোর নামে | ওই বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ | তদন্তে পুলিশ জানতে পারে জেলে বসেই নিজের অপরাধ জগতের কার্যকলাপ চালাচ্ছে রমেশ । পাশাপাশি আরও এক জেলবন্দি রমেশের শাগরেদ চিকুয়াও এই ঘটনায় অভিযুক্ত | তদন্ত চলাকালীন এই ঘটনায় যুক্ত বাইরে থাকা রমেশের আরও তিন শাগরেদকে গ্রেফতার করে পুলিশ । এরপর গত ১ লা ডিসেম্বর রমেশ ও চিকুয়া সহ মোট ৫ জনকেই আদালতে তুলে হেফাজতে চাওয়া হয় | মহামান্য আদালত ৫ জনেরই ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
Tags
নিউজ ডেস্ক