নিজস্ব সংবাদদাতা: সিঙ্গুরের পর এবার চন্ডীতলা একই পরিবারের তিন জনকে কুপিয়ে খুন!
চন্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ তার স্ত্রী মিতালী ঘোষ ও তাদের মেয়ে শিল্পা ঘোষকে কুপিয়ে খুন করে তাদেরই আত্মীয় শ্রীকান্ত ও তপন ঘোষ। ঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা।ঘটনাস্থল থেকে অভিযুক্ত তপন ঘোষকে গ্রেফতার করে পুলিশ। আরেক অভিযুক্ত শ্রীকান্ত ঘোষ পলাতক। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পরায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ
গত ২ রা ডিসেম্বর সিঙ্গুরের নান্দায় একই পরিবারের চারজনকে খুন করে তাদেরই এক আত্মীয়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। আজ চন্ডীতলায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল বলা যায়।