ভোটের শুরুতেই উত্তেজনা উত্তর দমদমে, বাম প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ

 কলকাতা: রবিবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ১০৮ পুরসভার নির্বাচন। ভোটের শুরু থেকেই বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে আসছে। সিপিএম প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে বুথে বাম এজেন্টকে বসতে দেওয়া হয় না। খবর পেয়ে সিপিএম প্রার্থী শিবশঙ্কর ঘোষ ভোট কেন্দ্রে পৌঁছালে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকি শাসক দলের গুণ্ডারা প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। ভোটারদের একাংশ এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তাঁদেরও অভিযোগ, সকাল থেকেই অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। বুথের ভিতর যারা ঢুকছে তাঁদের ভয় দেখানো হচ্ছে। এর জেরে অনেকেই ভোট না দিয়েই ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার ১০৮ পুরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে লম্বা লাইন সাধারণ মানুষের। ৪৪ হাজার রাজ্য পুলিশের নজরদারিতে ২ হাজার ১৭১ ওয়ার্ডে চলছে নির্বাচন। আগামী ২ মার্চ দ্বিতীয় দফার পুরভোটের গণনা রয়েছে।

রবিবার ১০৮ পুরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে লম্বা লাইন সাধারণ মানুষের। ৪৪ হাজার রাজ্য পুলিশের নজরদারিতে ২ হাজার ১৭১ ওয়ার্ডে চলছে নির্বাচন। আগামী ২ মার্চ দ্বিতীয় দফার পুরভোটের গণনা রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন