নিউজ ডেস্ক : আজ বাংলার ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ। এই নির্বাচনে নিরাপত্তায় একটুও ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। এদিন রাজ্যের ১০৮টি পুরসভার ২ হাজার ২৭৬টি বুথে ভোটগ্রহণ। কোভিড বিধি মাথায় রেখেই ভোটকেন্দ্রগুলোতে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিস দিয়েই পুরভোট করাচ্ছে নির্বাচন কমিশন। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
জয়নগরে অশান্তি
Posted by :- sumana
জয়নগরে ১১ নম্বর ওয়ার্ডের ১১-২২ নম্বর বুথে গন্ডগোল ,পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কংগ্রেস প্রার্থী সুজিত সরখেল ও তৃণমূলের নবকুমার গঙ্গোপাধ্যায়ের মধ্যে বচসা। বেশ কিছুক্ষণ বন্ধ ভোটগ্রহণ।
সৌমেন্দু অধিকারীর নিরাপত্তরক্ষীদের সঙ্গে ঝামেলা
কাঁথিতে সৌমেন্দু অধিকারী বুথ কেন্দ্রের সামনে আসতেই তৃনমূল কর্মীদের সাথে সৌমেন্দুর দেহরক্ষীদের ধাক্কাধাক্কি, মন্ত্রী অখিল গিরির সাথেও ধাক্কাধাক্কি হয় সৌমেন্দুর দেহরক্ষীদের।
নির্দল অনুগামীদের বিক্ষোভ
উত্তর দমদমের ১৬ নম্বর ওয়ার্ডের নেতাজি বিদ্যাপীঠের বুথে পুনর্নিবাচনের দাবিতে নারায়নপুর থানার সামনে বিক্ষোভ নির্দল প্রার্থী প্রণব কুমার রায়ের অনুগামীদের। উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী প্রণব কুমার রায়কে নারায়নপুর থানার পুলিশ আটক করেছে। সেই কারণে জোর করে থানায় ঢোকার চেষ্টা নির্দল প্রার্থীর অনুগামীদের।
গ্রেফতার বিজেপি প্রার্থী
ইভিএম ভাঙার অভিযোগে বসিরহাটের মন্দির হাটখোলায় বিজেপি প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ পেয়ে এলাকায় এসে তদন্ত করে দেখেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
উত্তর দমদমে ঝামেলা
উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাঁদিহাটি এলাকায় ব্যাপক ঝামেলার খবর আসছে।
সস্ত্রীক ভোট দিলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী
সস্ত্রীক ভোট দিলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। মালদার ইংরেজবাজার পুরসভার ১০নম্বর ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী কৃষেন্দু নারায়ন চৌধুীর ও আট নম্বর ওয়ার্ডের প্রার্থী কাকুলী চৌধুরী। সাউথ বালুরচর প্রাথমিক বিদ্যালয়ে ভোটদেন তারা।
দক্ষিণ দমদমে অশান্তি
দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের মতিঝিল স্কুলে সিপিআইএম প্রার্থী অস্মিতা করের এজেন্টকে ঢুকতে বাধা, বুথের মধ্যে ব্যাপক উত্তেজনা তৃণমূল এবং সিপিএম-এর এর মধ্যে।
জলপাইগুড়িতে স্বাভাবিক ভাবেই ভোট
জলপাইগুড়ি জেলায় তিনটি পৌরসভার ভোট চলছে স্বাভাবিক ভাবে।
পানিহাটিতে বিরোধী এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ
পানিহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুর প্রাথমিক স্কুলে দুটি বুথে বিরোধী দলের প্রার্থীদের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকালে মক পুলের আগেই বিরোধী দলের এজেন্টকে তুলে দেয়া হয় বলে অভিযোগ। এমনকি বিরোধীদলের এজেন্টকে বাড়ি ছাড়া করার হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ।
রণক্ষেত্র কোন্নগর
হুগলিতে ভোট শুরু হওয়ার প্রারম্ভে রণক্ষেত্র কোন্নগর । রাতের অন্ধকারে ব্যাপক মারধোর দশ নং ওয়ার্ড এর বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিজেপির জেলা সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য কে। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি নার্সিংহোম ভর্তি করা হয়েছে।
ময়দানে অধীর চৌধুরী
বহরমপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কংগ্রেস এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে রাস্তায় নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজের গাড়িতে করে কংগ্রেস এজেন্টদের নিয়ে এসে বুথে বসার ব্যবস্থা করেন। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।
পুরুলিয়ায় চলছে ভোটগ্রহণ
সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে পুরুলিয়া পৌরসভায় শুরু হয় ভোট গ্রহণ পর্ব। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে কড়া পুলিশি নিরাপত্তা দেখা যায় ।
ভোট শুরু হওয়ার আগেই উত্তেজনা সোনারপুর
সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী সৌরিন্দু ঘোষকে মারধরের অভিযোগ। একদল দুষ্কৃতী এদিন রাজপুর বিদ্যানিধি বুথে ঢোকার মুখেই তাকে মারধর করে বলে অভিযোগ। ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগেই উত্তেজনা রাজপুর সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে।
হুগলির ১২ টি পুরসভায় আজ ভোট
হুগলির ১২ টি পুরসভায় আজ ভোট। সেগুলি হল ডানকুনি, উত্তরপাড়া-কোতরং,কোন্নগর,রিষড়া,শ্রীরামপুর,বৈদ্যবাটি, চাঁপদানী,ভদ্রেশ্বর,হুগলি-চুঁচুড়া। এছাড়াও বাঁশবেড়িয়া পুরসভার চারটি ওয়ার্ড। হুগলি গ্রামীন এলাকায় রয়েছে আরামবাগ,তারকেশ্বর ও বাঁশবেড়িয়া পুরসভা। এক ডজন পুরসভায় ২৭০ টি ওয়ার্ডের মোট ১৩৯৪ টি বুথে ভোট গ্রহন হচ্ছে। ১০৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
১০৮টি পুরসভায় নির্বাচন হচ্ছে
২০টি জেলায় ছড়িয়ে থাকা ১০৮টি পুরসভায় নির্বাচন হচ্ছে। বিজেপি-সহ বিরোধী দলগুলি সেই নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে করাতে চাইলেও রাজ্য নির্বাচন কমিশন আস্থা রেখেছে রাজ্য পুলিশের ওপরেই।
credit : aajtak bangla