West Bengal Municipal Elections 2022: নো মুভমেন্ট নোটিশ, ভোটের আগের রাতে দিলীপ ঘোষকে কেন এমন নির্দেশ?

 কলকাতা: আজ রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় ভোট শুরু হয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এই ভোটে মোট ওয়ার্ড রয়েছে ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও মোতায়েন থাকবেন পুলিশ আধিকারিক। আর ভোটের আগের রাতেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ধরানো হল নো মুভমেন্ট নোটিশ (No Movement Notice)। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে দিলীপ বাবুকে।


কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে রাজি হয়নি রাজ্য নির্বাচন কমিশন। তবে, সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার আছেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। মোতায়েন থাকছেন মোট ৪৪ হাজার পুলিশ কর্মী। এর সঙ্গে রয়েছেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজার্ভার করা হয়েছে। অবজার্ভার, স্পেশাল অবজার্ভার, সিনিয়র স্পেশাল অবজার্ভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক রয়েছেন আজকের ভোটে। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ।


একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন