নিউজ ডেস্ক, হুগলি: এ যেন দুয়ারে গলদা চিংড়ি (Lobstar)। সন্ধে নামার ঠিক আগেই গঙ্গার ঘাটে উঠে আসতে লাগল কিলো কিলো গলদা চিংড়ি। আর তা ধরতেই গঙ্গার ঘাটে হুড়োহুড়ি পড়ে গেল। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) শেওড়াফুলিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধে নামার ঠিক আগেই শেওড়াফুলি গঙ্গার ঘাটে উঠে আসতে থাকে গলদা চিংড়ি। একটা ঘাট ছেড়ে পাশের ঘাট। পাশের ঘাট ছেড়ে তার পাশের ঘাট। গলদা চিংড়ি ধরতে কেউ হাঁটু জলে নেমে পড়লেন। আবার কেউ সন্ধে হলেও কোমর জলে নেমে চিংড়ি ধরতে লাগলেন। কেউ কেউ তো খালি গায়ে জলের নিচে হাতড়ে বেড়াতে লাগলেন। হুগলির শেওড়াফুলিতে এদিন গলদা চিংড়ি ধরার জন্য গঙ্গার ঘাটে ভিড় জমাতে লাগেন বহু মানুষ।সৌজন্যে : এবিপি আনন্দ