নিউজ ডেস্ক : রাজ্যের পুরসভার নির্বাচনে বিপুল জয়লাভ করেছে শাসকদল তৃনমূল কংগ্রেস। রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে ১০৪টিতেই জিতেছে তৃণমূল। ১ টিতে জয়ী বামেরা, আর ১টিতে জিতেছে অন্যন্যরা। ৩ পুরসভা ত্রিশঙ্কু। এই ১০৪ পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কারা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, 'চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের তালিকা খুঁটিয়ে দেখেছি। ক্রস চেক করেছি।
দু'চারটে চেঞ্জ করেছি'। আগামী সোমবারই নাম ঘোষণার সম্ভাবনা। ব্যবধান মাত্র কয়েকদিনের। ফেব্রুয়ারিতে প্রথমে ভোট হয় শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর পুরনিগমে, তারপর রাজ্যের বাকি ১০৮টি পুরসভায়।
শিলিগুড়ি পুরনিগমে এবারই প্রথম এককভাবে বোর্ড গড়েছে রাজ্যের শাসকদল। ভোটের ফল ঘোষণার দিনই বাগডোগরার জনসভা মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছিলেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। বাকি ৩ পুরসভা মেয়র ও চেয়ারম্যানদের নাম চূড়ান্ত হয় দলের কর্মসমিতির প্রথম বৈঠকেই।