Rampurhat Violence: রামপুরহাট কাণ্ডে এবার সাসপেন্ড গোয়েন্দা অফিসার, ১২ জন সিভিক ভলেন্টিয়ার

 নিউজ ডেস্ক: অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে৷ এত বড় ঘটনা যে ঘটতে চলেছে, সেই খবর কেন পুলিশের কাছে পৌঁছল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে (Rampurhat Violence)৷


#রামপুরহাট: আগেই সাসপেন্ড করা হয়েছিল রামপুরহাট থানার আইসি এবং এসডিপিও-কে৷ এবার বগটুই গ্রামের (Rampurhat Violence) ঘটনার জেরে বীরভূমের (Birbhum) জেলা গোয়েন্দা দফতরের এক অফিসারকেও সাসপেন্ড করলেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী৷ সাসপেন্ড হওয়া ওই গোয়েন্দা অফিসারের নাম উত্তম কর্মকার৷ তিনি রামপুরহাট জোনের ডিআও বা ডিস্ট্রিক্ট ইনটেলিজেন্স অফিসার পদে কর্মরত ছিলেন৷


শুধু এই গোয়েন্দা অফিসারই নন, বগটুই গ্রামের ঘটনার জেরে বারো জন সিভিক ভলেন্টিয়ারকেও সাসপেন্ড করা হয়েছে৷ ঘটনার দিন বগটুই গ্রামের কাছাকাছি এলাকাতেই কর্তব্যরত ছিলেন তাঁরা৷সোমবার রাতে বগটুই গ্রামে প্রথমে খুন হন তৃণমূলের স্থানীয় উপপ্রধান ভাদু শেখ৷ এই ঘটনার ঘণ্টা খানেকের মধ্যেই বগটুই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে পাল্টা আগুন ধরিয়ে দেওয়া হয়৷ অথচ সেই খবর ছিল না পুলিশের কাছে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে৷ এত বড় ঘটনা যে ঘটতে চলেছে, সেই খবর কেন পুলিশের কাছে পৌঁছল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ গোয়েন্দা ব্যর্থতা এর অন্যতম কারণ বলেই মনে করছে প্রশাসন৷ সেই কারণেই রামপুরহাটের দায়িত্বপ্রাপ্ত ডিআইও-র বিরুদ্ধে পদক্ষেপ করা হল৷

রামপুরহাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই অন্তত কুড়ি জনকে গ্রেফতার করা হয়েছে৷ যাঁরা ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করতে প্রশাসন যেমন তৎপর, একই সঙ্গে পুলিশ কেন এতবড় ঘটনার আঁচ পেল না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ এ দিনই নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ওসি, এসডিপিও-কে সরিয়ে দিয়েছি৷ আইবি, ডিআইবি-তে যাঁরা আছে, সরিয়ে দিতে বলেছি৷'


আগামিকালই বগটুই গ্রামে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তার আগে এ দিন নবান্নে স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবের সঙ্গেও বৈঠক করেন তিনি৷




একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন