Sycle Rally : ১১ টি সাবওয়ে ও সার্ভিস রোড সম্পুর্ন করার দাবিতে সাইকেল মিছিল মন্ত্রী বেচারাম মান্নার

 সেখ আবদুল আজিম : ১১ টি সাবওয়ে ও সার্ভিস রোড সম্পুর্ন করার দাবিতে সাইকেল মিছিলে সামিল রাজ্যের শ্রমমন্ত্রী ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।


রবিবার সকালে গ্রামবাসীদের নিয়ে হারিপালের কানগই মোড় থেকে ডানকুনি টোলটাক্স পর্যন্ত সাইকেল মিছিল করেন। দাবি, দূর্গাপুর এক্সপ্রেসওয়ের হরিপাল ব্লক, সিঙ্গুর ব্লক ও চন্ডীতলা ২নং ব্লকের মধ্যে মোট ১১টি সাবওয়ে ও সার্ভিস রোড সম্পূর্ণ করতে হবে।

সম্প্রতি ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সম্প্রসারনের কাজ শুরু হয়েছে। কিন্তু বহু জায়গায় রাস্তা পারাপারের জন্য কোনো সাবওয়ে নেই। প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা। তাই তিন ব্লকের গ্রামবাসীদের নিয়ে সাবওয়ের দাবিতে সাইকেল মিছিল মন্ত্রীর।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন