জাবিহুল্লাহ: পবিত্র মাহে রমজান মাস হলো মুসলিমদের জন্য একটি বরকতপূর্ণ মাস । এই মাসে মুসলিম ধর্মের সবাই সেহরী করে সারাদিন শুকিয়ে বিকালে যখন সূর্য অস্ত যায় তখন মাগরিবের আযান শুনে ইফতার করেন। দীর্ঘ ১ মাস অর্থাৎ ৩০ দিন পর ঈদের খুশিতে রোজাদাররা মেতে ওঠেন।
আমাদের সমাজে বহু মানুষ এই রমজান মাসে দারিদ্রতার কারণে ইফতার সামগ্রী কিনতে পারছেন না । কারন রমজান মাসে বাজার মূল্য অনেক বেড়ে গেছে সেই কারণে দরিদ্র পরিবারের মানুষেরা ইফতার সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছে। আবার সেই সমস্ত মানুষদের চিন্তা যে তারা কি ভাবে ঈদের কেনাকাটা করবে । কারন তাদের "দিন আনতে পান্তা ফুরায়" এমন অবস্থা। এই পরিস্থিতিতে তাদের পক্ষে ঈদের পোশাক কেনা অসম্ভব হয়ে গেছে ।
সেই কথা ভেবে খ্যাতি সম্পর্ণ ডক্টর আবু আফসার উদ্দিন সাহেব দরিদ্র পরিবারের মানুষের কাছে ইফতার সামগ্রী ও ঈদের পোশাক পৌঁছে দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সবনম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর ও সমাজসেবীরা।
রমজানের জন্য খাদ্য ও ঈদের জন্য পোশাক পেয়ে খুশি এলাকাবাসী।